রাতে স্বপন দেখে মনে হয় যেন বাস্তবেই ঘটছে। কিন্তু যখন কোন কারনে ঘুম ভেংগে যায় ? তখনি ভুলটা ভাঙ্গে । নিজেকে প্রশ্ন করলে কি বলতে পারব ? প্রথম স্বপ্ন কবে দেখে ছি? কি ছিল সেই স্বপ্ন ? স্বপ্ন দেখি অনেক , কিন্তু মজার ও মনেরাখার মত কয়েক ডজন হবে । এই তো সেদিন এক বন্ধু স্বপ্ন দেখে সকালে বলতে গিয়ে বিষম খেল । হাসপাতাল পর্যন্ত দৌড়াতে হয়েছিল ।
আমাদের সবার মত মুহিন স্বপ্ন দেখত । তার স্বপ্ন গুলো ছিল অদ্ভুত রকম । একদিন স্বপ্নে দেখে সে যে বিছানায় ঘুমিয়ে আছে সেটি মহা শুন্যের দিকে উড়ে যাচ্ছে । পাশের বেডে ঘুমাচ্ছিল তার বন্ধু রাসু , সে খুব আগ্রহ নিয়ে মহাশুন্যের দিকে তাকিয়ে আছে। মুহিনের ছোট বেলার সেই কথা মনে পড়ল। প্রথম চাদে পা রেখে ছিল যারা তাড়া গিয়ে ছিল মহাজান দিয়ে । কিছু ভয় কাজ করছে তার মনে ।
কাল কে বাকি অংশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন