বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

12.12.12

আজকের দিটা কে আমার মত করে আর কাটাতে পারলাম না। সেই পুরানো ঝামেলা । যেখানেই যাই ঝামেলা আর পিছন ছারে না। চেয়ে ছিলাম সারা এমন কিছু কাজ করব যা এর আগে করিনি, যাইহোক আগের কাজ টাই করলাম । কিন্তু আজকের পর েই কাজ আর করব না ইনশাআল্লাহ্‌ , 
আজ আরো ১টা সিদ্ব্যান্ত নিয়েছি যেটা আমায় পরিবর্তন হতে সহায়তা করবে । আজ থেকে আমি এমন ভাবে চলব যা কারো পছন্দ হোক আর না হোক আমি সে ভাবেই চলব ।
আমার অভিজ্ঞতা থেকে বলছি এই পর্
যত্ন যত মেয়ের সাথেই ঘুরেছি তার ম্যাক্সিমাম মেয়েই স্বার্থের কারণে আমার সাথে চলেছে ।আমার পক্ষ থেকে কোন স্বার্থ যে ছিল না ,তা না,তবে দুইটা মেয়ের কাছে আমার চাওয়া ছিল। অর্থাৎ আমার স্বার্থ ছিল ।যাইহোক আমি আজ কিছুটা অসুস্থ ।
আজ ভাল করেই বুজলাম স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পরে, আবার প্রয়োজন হলে ঘাটে ভিরে । কাউ কে উদ্দেশ্য করে নয় । আমার অভিজ্ঞতা ও মনিষীদের কথার আঙ্গিকে বললাম, আর কিছু বলার নেই ।

সবাই তাদের মনের মানুষ নিয়ে ঘুরে বেড়াল ।আর আমি একা একাই কাটিয়ে দিলাম সারা দিন।  তমাকে যখন প্রথম দেখেছিলাম , ভেবে ছিলাম সে বুজি আমার মত একা ! কিন্তু আজ সকালে ভার্সিটির গেট এ গিয়ে দেখি কার যেন হাত ধরে হাটছে ! দীর্ঘস্বাশ ফেলা ছাড়া কোন উপায় আছে কি? নিজেকে আড়াল করতে চেষ্টা করলাম । সামনে দিয়ে চিনি না এমন একটা ভাব নিয়ে হাটা দিলাম। কিন্তু মেয়ে দেখে ফেলল আমায়। কথা বলতে চাইল কিন্তু আমি ফ্লোর দেইনি । গেট এ খাওয়া দাওয়া করলাম । তার পর কম্পিউটার নিয়ে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। চলে আসলাম মুস্তাকের সাথে  । আবার গেট এ গেলাম কোন কারণ কিন্তু একটু জ্বর বোধ করায় রুম এ আসলাম ।। 

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

স্বপ্ন যদি ফলে যেত !!!


রাতে স্বপন দেখে মনে হয় যেন বাস্তবেই ঘটছে। কিন্তু যখন কোন কারনে ঘুম ভেংগে যায় ? তখনি ভুলটা ভাঙ্গে । নিজেকে প্রশ্ন করলে কি বলতে পারব ? প্রথম স্বপ্ন কবে দেখে ছি? কি ছিল সেই স্বপ্ন ? স্বপ্ন দেখি অনেক , কিন্তু মজার ও মনেরাখার মত কয়েক ডজন হবে । এই তো সেদিন এক বন্ধু স্বপ্ন দেখে সকালে বলতে গিয়ে বিষম খেল । হাসপাতাল পর্যন্ত দৌড়াতে হয়েছিল ।

আমাদের সবার মত মুহিন স্বপ্ন দেখত । তার স্বপ্ন গুলো ছিল অদ্ভুত রকম । একদিন স্বপ্নে দেখে সে যে বিছানায় ঘুমিয়ে আছে সেটি মহা শুন্যের দিকে উড়ে যাচ্ছে । পাশের বেডে ঘুমাচ্ছিল তার বন্ধু রাসু , সে খুব আগ্রহ নিয়ে মহাশুন্যের দিকে তাকিয়ে আছে। মুহিনের ছোট বেলার সেই কথা মনে পড়ল। প্রথম চাদে পা রেখে ছিল যারা তাড়া গিয়ে ছিল মহাজান দিয়ে । কিছু ভয় কাজ করছে তার মনে ।
কাল কে বাকি অংশ 

হারানো প্রেম ফিরে পাওয়ার গল্প...

আজ শুধু মনের কথা বলব তোমায়। সারাজীবন জমিয়েছি আজকে তোমায় বলব বলে। জানতাম একদিন তোমায় পাব। যত বাধা আসুক তুমি আমার হবেই হবে। কত দিন পর যে তোমার পাশে বসেছি !! তুমি যেদিন সব কিছুকে মিথ্যা প্রমান করে চলে গেলে সেদিন কি করেছিলাম জান? সারা রাত শুদু হেসেছি। পাগলের মত । সেদিন হাসি পাওয়ার কারণ তুমি কি বুঝবে? বুঝবে না, তুমি হয়ত ভেবেছ যে আমি কাঁদব । কিন্তু কান্না তো তোমার পাওয়ার কথা ছিল। কারণ তুমি সুখী হবে বলে কাদবে ,  সুখের কান্না। আর আমাকে মেরেছ , মৃতদের কাদতে নেই ,সে জন্যই  আমি হেসেছি । মানুষ মাঝে মাঝে বলে "মরে গেলেই বাঁচি" ।!! আমিও সেই অনুভূতি পেয়ে ছিলাম। যখন আবার বছর শেষ হতে না হতেই ফিরে এসে হঠাৎ পিছন  থেকে হাত ধরলে ? আমি ভেবে ছিলাম আমার চির চেনা হবে কেউ। তাই চমকে যাইনি । পিছন ফিরে যখন তাকালাম তখন আমার মনে হল দেহে জীবন ফিরে পাচ্ছি। এত দিন তো মৃত -অর্ধমৃত ছিলাম। সেদিন কিন্তু তোমার মুখে হাসি ছিল আর আমার চোখে ছিল ঝল। আর আজ আমাদের আবার শুরুর দ্বিতীয় বর্ষ পুর্তির দিন। আজ তুমি কাঁদছ!!? যদিও প্রায় দের বছর পর তোমার সময় হল ।  এত সুন্দর একটা দিনে কেন কাঁদছ ? আমি জানি কেন আজ তোমার চোখে ঝল? জীবনের একটা ভরসা পেয়েছ আজ , সারা জীবনের জন্য পেলে আমাকে, হারানোর ভয় নেই। আমি প্রথমে হারিয়ে ছিলাম বলে আমার হারানোর কষ্ট আর পাব বলে মনে হয় না। তবে হারাতে চাইনা। কখন কি ভেবে ছিলে আমায় বিয়ে করবে? বলে ছিলে বাবা মেনে না নিলে তুমি কিছু করতে পারবে না । কিন্তু আজ ? বাবা কিন্তু মেনে নেয় নি,
তুমি কি বিরক্ত হচ্ছ? আজ যে আমার বলার পালা !! এত দিন তুমি কিছুই বলতে দিতে না । সময় নেই ক্লাস আছে, সামনে পরীক্ষা, ইত্যাদি বলে দশ মিনিটের বেশি বসনি পাশে। আজ কি ছেরে দিব বল?
 আজ আমি আমার পাওনা পাই পাই করে শোধ করে নেব!! হাসতেছ? তোমার এই লাজুক হাসিটা কিন্তু আমার হৃদ স্পন্দন বারিয়ে দেয়। তুমি যখন দূরে ছিলে? না মানে আমার ছিলে না তখন কত জনের যে কটু কথা শুনতে হয়েছে! কেউ বলেছে তুমি বখে গেছ, কেউ বলেছে তুমি অন্য একটা ছেলের হাত ধরে গুরেছ, আর কত কি যা বলে সময় ও মুখ নষ্ট করতে চাইনা ।
কি? কিছু বলছ? ওহ আমার সম্পর্কেও শুনেছ? তাহলে তো কাটাকাটি হয়ে গেল। আজ তুমি যখন সকালে মোবাইল করে বললে আজকেই কাজী অফিস্‌ !! আমি ভয় পেয়ে ছিলাম হবে তো?........................